রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ - ১৪:১৮
ঢাকায় হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জন্মদিন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্ম দিবস উপলক্ষে বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি এবং আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি অফিসের যৌথ উদ্যোগে ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কবি নজরুল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরান ইসলামী প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব জলিল রাহিমি জাহানাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব গোলাম গাউস আল কাদেরী, ইরান কালচারাল সেন্টারের মাননীয় কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী এবং বাংলাদেশ ইমামিয়া সোসাইটির সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর এম. আব্দুল কুদ্দুস বাদশা।

সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল— “হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহার ব্যক্তিত্বের দিকসমূহ”। উক্ত বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ডক্টর এ কে এম আনোয়ারুল কবির। তিনি তাঁর আলোচনায় হযরত ফাতিমা (সা.আ.)-এর আদর্শিক, সামাজিক ও নৈতিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব শাহাবুদ্দিন মাশাযয়েখী রা’দ সেমিনারে সভাপতির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ইউনুস আলী গাজী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মীজানুর রহমান।

সেমিনারে বক্তারা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শ থেকে মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, তাঁর জীবন আজও সমাজ সংস্কারে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha